বিজেপি সাংসদের দুর্গাপুরে ঢোকা বন্ধ হয়ে যাবে, হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ আগস্ট ২০২৩: বিজেপি সাংসদের দুর্গাপুরে ঢোকা বন্ধ হয়ে যাবে, হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) উচ্ছেদ নোটিশ নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ জোরালো হচ্ছে দুর্গাপুরে। শুক্রবার ডিএসপির নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সভা থেকে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘‘এখানকার জনমত নিয়ে আপনি দিল্লি গিয়েছেন। এই জনমতকে উপেক্ষা করলে কিন্তু আপনার দুর্গাপুর ঢোকা বন্ধ হয়ে যাবে।’’
ডিএসপির সম্প্রসারণের জন্য দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন ডিএসপি কর্তৃপক্ষ। যা নিয়ে রাজনৈতিক দলগুলি আন্দোলন শুরু করেছে। বিজেপি সাংসদ আগেই জানিয়েছেন, পুনর্বাসন প্যাকেজ নির্দিষ্ট না হলে কোনও ভাবেই উচ্ছেদ করা যাবে না। তার আগে বাড়ি ভাঙতে এলে সেই বুলডোজারের সামনে তিনি গিয়ে দাঁড়াবেন। এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘এটা যোগীর উত্তরপ্রদেশ নয় যে বুলডোজার চলবে। কারওর বাপের তাকত নেই, এখানে বুলডোজার দিয়ে ভেঙে দেবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।