পাকিস্তানের সঙ্গে সেটিং করে পহেলগাম কান্ড! বেনজির মন্তব্য তৃণমূলের জেলা সভাপতির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পাকিস্তানের সঙ্গে সেটিং করে পহেলগাম কান্ড ঘটিয়েছে বিজেপি সরকার! বেনজির মন্তব্য পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা তৃণমূলের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। বৃহস্পতিবার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ এর রবীন্দ্র ভবনে দলের ব্লক কর্মী সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে বেনজির আক্রমণ করেন তিনি। যা নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে।
দুর্গাপুরে দলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এল, পহেলগামে কিন্তু তার তিন দিন আগে সব প্রটেকশন তুলে নেওয়া হয়েছে।” একই সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তিনি। তৃণমূলের জেলা সভাপতিকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
পরে এ বিষয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সব সময় সেনাবাহিনীকে সম্মান করি। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। সেনাবাহিনীর সাফল্যকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, আমি সেকথাই বলেছি। বিজেপিকে অভিযোগ করতে দিন।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )