দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ আগস্ট ২০২৪: একটানা বৃষ্টিপাতের জেরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বহু জায়গা প্লাবিত হয়। ১২ নম্বর ওয়ার্ডের আমরাই অঞ্চলের অন্তর্গত দুর্গানগর নীলডাঙ্গা বাউরি পাড়া বস্তি এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। তৃণমূলের নেতা কর্মীরা এলাকায় গিয়ে দুর্গত মানুষজনের খোঁজ নেন। তাঁদের পাশে দাঁড়ান ও সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ছিলেন ১২নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ববিতা মুখার্জি, ওয়ার্ড সভাপতি হীরালাল সাহা, চেয়ারম্যান সেখ শাহাবুদ্দিন ও ১০নং বুথের জয়েন্ট কনভেনার সেখ মিলন, প্রদীপ বাদ্যকর, সমাজসেবী সুশান্ত মুখার্জি, শেখ আজিমুদ্দিন, শেখ আতাহার, শেখ মানিক, শেখ আইনুল হক, অমিয় মুখার্জি সহ অন্যান্যরা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।