দুর্গাপুর দর্পণ, ৩ মে ২০২৪: তৃণমূলের ফেস্টুন, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তেজনা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডের শোভাপুর এলাকায়। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়া ফেস্টুন এবং ফ্ল্যাগ ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়।
শুক্রবার বিকেলে বিষয়টি নজরে আসতেই উচ্চ নেতৃত্বকে তাঁরা জানান। জিততে পারবে না সেই ভয়ে এখন তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে সন্ত্রাসের বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। দুর্গাপুর থানার পুলিশকেও বিষয়টি জানানো হয়। তৃণমূল কর্মী হরিহর মন্ডল জানান, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। যদিও বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় দাবি করেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘাড়ে অযথা দোষ চাপানো হচ্ছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।