ডেঙ্গি রুখতে তৃণমূল দিল মশারি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২ নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে ডেঙ্গি রুখতে শনিবার মশারি বিতরণ করা হয়। ১৭ নম্বর ওয়ার্ডে এদিনের মশারি বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রমুখ। রাখি জানান, এদিন ১৭ নম্বর ও তার আশপাশের ওয়ার্ডের প্রায় এক হাজার বাসিন্দাকে মশারি প্রদান করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।