![WhatsApp Image 2024-03-09 at 21.34.01](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-09-at-21.34.01.jpeg?fit=1024%2C576&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রকাশ্যেই এক নেতাকে চোর বলছেন আর এক নেতা! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিও। তোলপাড় দুর্গাপুরের রাজনীতি। ফেব্রুয়ারির শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে সাংগঠনিক বৈঠক করেন। লোকসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কাজকর্ম দেখার দায়িত্ব দিয়েছেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালকে।
তারপর থেকেই কার দখলে থাকবে কারখানার শ্রমিক সংগঠন তা নিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে বিশ্বনাথ পারিয়ালের। শুক্রবার তা চরমে ওঠে। পিসিবিএল কারখানার সামনে তৃণমূলের জনগর্জন কর্মসূচি থেকে অভিজিৎ ঘটকের অনুগামী হিসাবে পরিচিত দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা নাম না করে,’চোর’ বলে বিশ্বনাথ পারিয়ালকে আক্রমণ করেন।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দীপঙ্কর লাহা বলছেন, “চোর চোরের মায়ের আবার বড় গলা। অপদার্থ নেতা। অভিজিৎ ঘটককে নিয়ে আলোচনা করেন। দিদি তৃণমূল শ্রমিক সংগঠনকে ধীরে চলতে বলেছেন। আপনাকেও তো বলে যাননি পিসিবিএল কারখানার শ্রমিক সংগঠনের দায়িত্বটা দিলাম। কেন মিথ্যা প্রচার করে যাচ্ছেন। শুধু কি আপনি পারেন দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানাতে? আমরা পারি না? এভাবে দলে বার বার গোষ্ঠীদ্বন্দ্ব ডেকে আনবেন না।’’
বিশ্বনাথ পাড়িয়াল দাবি করেন, যেদিন থেকে অভিজিৎ ঘটক জেলা সভাপতি হয়েছেন সেদিন থেকে শ্রমিক সংগঠন থেকে দূরে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দায়িত্ব দিয়েছেন পশ্চিম বিধানসভার। ওই কারখানা দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার মধ্যেই পড়ে। কারখানা থেকে খানিকটা দূরে তিনি জনগর্জন সভার প্রস্তুতি সভা করেছিলেন। কিন্তু কেউ কেউ বিতর্ক তৈরি করার চেষ্টা করছে।’’
এদিকে দীপঙ্কর লাহা ওই সভা থেকে আক্রমণ করেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী সদস্য পঙ্কজ রায় সরকারকেও। তিনি বলেন, ‘‘পঙ্কজবাবু যেভাবে ৩৪ বছর বাম জামানায় কাটমানি নিয়ে ফুলে ফেঁপে উঠেছিলেন তাতে আপনারা সবাইকে চোরই দেখবেন।” পঙ্কজ রায় সরকার বলেন, “নিজেদের মধ্যে দ্বন্দ্ব যেভাবে প্রকাশ্যে আসছে তা সবাই দেখছেন। তাই এমন উল্টোপাল্টা বকছেন ওদের নেতারা। লজ্জ্বা বলে কিছু নেই। তা নাহলে এত বড় বড় কথা বলেন?’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।