দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ ফেব্রুয়ারি ২০২৪: বিমান নগরীতে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের ব্লক সভাপতি। রবিবার বিকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডালের বিমান নগরীতে ঠিকা মজদুর ইউনিয়নের সমাবেশ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অন্ডাল ব্লক তৃণমূলের সভাপতি কালো বরণ মন্ডল।
তাঁর অভিযোগ, বিমান নগরী তৈরি করতে স্থানীয়রা কাজ না পেয়ে বহিরাগতরা কাজ পাচ্ছে। এর পিছনে মদত রয়েছে দলেরই নেতাদের। টাকা নিয়ে কোনো নেতা কাজ দিলে টাকা নিয়েছে সেটা প্রমাণ করা যায় না ঠিকই। কিন্তু চোরকে চোরই বলা হয়, ডাকাতকে ডাকাতই বলা হয়। পরিচয় পত্র ছাড়া কিভাবে বাইরের লোক কাজে ঢুকছে, প্রশ্ন তুলে তিনি বলেন পরিচয় পত্র ছাড়া যাতে কেউ কাজ না পায় সেই ব্যবস্থা করতে হবে। মঞ্চে তখন উপস্থিত পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক, আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায়, যুব তৃণমূল নেতা কৌশিক মন্ডল প্রমুখ।
এ বিষয়ে অভিজিৎ ঘটক বলেন, স্থানীয়রা যাতে কাজ পায় সেই ব্যবস্থা করছে শ্রমিক সংগঠন। খুব শীঘ্রই তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটি এলাকার জন্য কাজ করবে বলেও তিনি আশাবাদী। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক শ্রীদীপ চট্টোপাধ্যায় জানান, ব্লক সভাপতি কালোবরণ মন্ডলের কথাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু উনি নিজের মুখেই বলছেন অন্ডাল ব্লকের মানুষ কাজ পায়নি। তৃণমূলেরই একটা গোষ্ঠীর নেতারা টাকা নিয়ে কাজ দিচ্ছে আর ব্লক সভাপতি তার প্রতিবাদ করছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে বলে কটাক্ষ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।