রানিগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর মারে মাথা ফাটল তৃণমূল নেতার!

দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ, ১১ জুলাই ২০২৩: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) কাউন্টিং চলছে রানিগঞ্জ গার্লস কলেজে। তৃণমূল নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্রে ঢুকতে গেলে কেন্দ্রীয় বাহিনী তাঁর পরিচয় পত্র দেখতে চায়। অভিযোগ, পরিচয় পত্রে তাঁর ছবি ছিল না। তাই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁর বচসা হয়।
খবর পেয়ে গণনাকেন্দ্রের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমতে থাকে। কেন্দ্রীয় বাহিনী তাদের সরে যেতে বললেও পরিস্থিতি বদলায়নি। ভিড় নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে বলে অভিযোগ। এরপরেই দেখা যায় সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে রক্ত ঝড়ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।