দুর্গাপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দুর্গাপুরে তৃণমূলের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজিত হল রবিবার। ২৪ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এমএএমসি গণতন্ত্র কলোনী থেকে শুরু করে মামরা বাজার হয়ে বি ওয়ান মোড়ে শেষ হয় ম্যারাথন। মোট ৫ কিমির ম্যারাথনে জেলা, ভিন জেলা, ভিন রাজ্য থেকে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন। পুরুষ বিভাগে প্রথম হন পবন সিং। মহিলা বিভাগে প্রথম হন পূজা সিং। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দুর্গাপুর ৩ নম্বর ব্লক সভাপতি ভীম মন্ডল, তৃণমূল যুব কংগ্রেস ৩ নম্বর ব্লক সভাপতি ঋত্বিক রায়, প্রাক্তন কাউন্সিলর লাভলি রায়, ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি বনমালী দাস প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।