পান্ডবেশ্বর: প্রাক্তন সিপিএম বিধায়ককে জড়িয়ে ধরলেন বর্তমান তৃণমূল বিধায়ক। শুক্রবার এমনই সৌজন্যের নজির দেখা গেল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পান্ডবেশ্বরে। পান্ডবেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এদিন চনচনি কোলিয়ারি এলাকায় দলীয় তহবিল সংগ্রহের জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রাক্তনকে দেখে গাড়ি থেকে নেমে আসেন বর্তমান।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুজনে হাত মিলিয়ে পরস্পরকে জড়িয়ে ধরেন। দু’জনে মিলে খেলেন ছোলা ভাজা। কিছুক্ষণ গল্প করলেন। পরস্পরের শরীরের খোঁজ নিলেন। এরপর চিকিৎসার জন্য দুর্গাপুরের বিধান নগরের উদ্দেশ্যে রওনা দিলেন নরেন্দ্রনাথবাবু। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, “আমরা তহবিলের জন্য মাঝে মাঝেই চাঁদা আদায় করি। এদিনও করছিলাম। হঠাৎ দুটো কালো গাড়ি এসে থামল। প্রথমে বুঝতেও পারিনি। পরে দেখি গাড়ি থেকে নামছেন বিধায়ক। আমিও একসময় এই কেন্দ্রের বিধায়ক ছিলাম। এখন নরেন্দ্রনাথবাবু বিধায়ক। দু’জনে গল্প করলাম। ভা লাগল। এমনই হওয়া দরকার।” নরেন্দ্রনাথবাবু বলেন, “আমি তো সিপিএমের নেতাকে জড়িয়ে ধরিনি। আমি গৌরাঙ্গদা, যিনি আগে বিধায়ক ছিলেন, তাঁকে জড়িয়ে ধরেছি। অনেকদিন দেখা হয়নি। আজ কথা হল, কুশল বিনিময় হল। রাজনীতির বাইরেও মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক থাকে।“ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।