SSC Scam. রাম-বামের যৌথ ষড়যন্ত্র! দুর্গাপুরে মিছিল তৃণমূলের, তীব্র কটাক্ষ বিরোধীদের

SSC Scam. রাম-বামের যৌথ ষড়যন্ত্র! দুর্গাপুরে মিছিল তৃণমূলের, তীব্র কটাক্ষ বিরোধীদের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পিছনে রয়েছে রাম-বামের যৌথ ষড়যন্ত্র! এমন অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে মিছিল করল তৃণমূল। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। শুক্রবার দুপুরে গান্ধী মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে শেষ হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে।

জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশাপাশি মিছিলে পা মেলান জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, যুব সভাপতি পার্থ দেওয়াসী, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অভিনব মুখোপাধ্যায়, পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তিওয়ারি, ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব ঘোষ, ভীম সেন মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকর এই মিছিলে হাঁটেন। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

ওই শিক্ষকদের মুখে হাসি না ফোটা পর্যন্ত রাস্তায় থাকবে ছাত্র, যুব, মহিলা তৃণমূল, মিছিল থেকে এমনই দাবি করলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “রাম-বামের যৌথ ষড়যন্ত্রে বাংলার শিক্ষকদের চরম সমস্যার মুখে পড়তে হল। বিচার না করে রায় দেওয়া হল, এর পিছনেও বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। ওই শিক্ষকদের মুখে যতদিন না পর্যন্ত হাসি ফুটছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “তৃণমূল চরম নির্লজ্জ একটি দল। টাকা নিয়ে চাকরি দিয়েছে। তাই সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে। মানুষকে আর বোকা বানাতে পারবে না তৃণমূল।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
SSC Scam. রাম-বামের যৌথ ষড়যন্ত্র! দুর্গাপুরে মিছিল তৃণমূলের, তীব্র কটাক্ষ বিরোধীদের
News
SSC Scam. রাম-বামের যৌথ ষড়যন্ত্র! দুর্গাপুরে মিছিল তৃণমূলের, তীব্র কটাক্ষ বিরোধীদের
:
শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পিছনে রয়েছে রাম-বামের যৌথ ষড়যন্ত্র! এমন অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে মিছিল করল তৃণমূল। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।
Published By
Publisher
Durgapur Darpan
error: Content is protected !!