জাতীয় পতাকা তোলা নিয়ে কাদের কটাক্ষ করলেন সাংসদ কীর্তি আজাদ?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জাতীয় পতাকা তোলা নিয়ে কাদের কটাক্ষ করলেন সাংসদ কীর্তি আজাদ? তিনি বললেন, ২০০২ সাল পর্যন্ত নাগপুরের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ওড়েনি। তারা আবার জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে। চার সাহসী যুবক জাতীয় পতাকা লাগাতেই তাদের গ্রেফতার করা হয়। ২০১৪ সাল পর্যন্ত জেলে ছিল। ১২ বছর লড়াই করার পর ২০১৪ সালে সেখানে জাতীয় পতাকা লাগিয়েছিল তারা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এভাবেই নাম না করে আরএসএসকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। জাতীয় পতাকা হাতে দুর্গাপুরের রাস্তায় পদযাত্রায় নেতৃত্ব দিলেন সাংসদ। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাকে সম্মান জানাতে এই পদযাত্রার আয়োজন করা হয়। দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে পদযাত্রা হয়। উপস্থিত ছিলেন সদ্য পাকিস্তানের হাত থেকে মুক্তি পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের শ্বশুর ও শাশুড়ি। সিধু কানু ইনডোর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

