
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ মার্চ ২০২৪: শেষ পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ক্রিকেটারেই ভরসা রাখল তৃণমূল। স্থানীয় প্রার্থীর তত্ব বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়ে আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর, পাশাপাশি দুই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী করল বিহারের দুই কৃতী, অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে।
কীর্তি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন। তাই তিনি প্রার্থী হতে পেরেছেন। চারদিন ধরে দুর্গাপুরে ছিলেন। তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে।’’ সবাই তাঁকে ভরসা করেছেন। জয়ী হয়ে সংসদে মানুষের সমস্যার কথা তুলে ধরবেন বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now