নির্দল প্রার্থীর অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূলের কর্মীরা

দুর্গাপুর দর্পণ, শান্তিপুর, ৬ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) মুখে অশান্ত নদিয়া (Nadia)। তেহট্ট থানা এলাকায় পুলিশের উপর আক্রমণ নেমে এসেছে। আবার, শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চাঁদকুরী গ্রামে নির্দল প্রার্থীর অনুগামীদের হাতে একাধিক তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, ওই পঞ্চায়েতের নির্দল প্রার্থী বিশু শেখের অনুগামীরা তাঁদের উপরে আচমকা চড়াও হয়। ধারালো অস্ত্র সহ ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আহত কয়েকজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।