দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ মার্চ ২০২৪: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে কর্মী বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী তথা জলের তরফে এই জেলার ভারপ্রাপ্ত অরূপ বিশ্বাস। গত লোকসভার হার নিয়ে প্রাক্তন কাউন্সিলরদের ধমক দিয়ে, এলাকার উন্নয়নের খতিয়ানের কৈফিয়ৎ চেয়ে দলীয় নেতৃত্বদের সতর্ক করলেন তিনি।
শুক্রবার বিকেলে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিধানভবনে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা প্রমুখকে নিয়ে বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
দলীয় সূত্রে খবর, মন্ত্রী অরূপ বিশ্বাস বক্তব্য রাখতে গিয়েই দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের ধমক দিয়ে বলেন, আপনাদের এলাকার লোকেরা তো চেনেনই না। অনেকে আপনাদের ফোন নম্বরও জানেন না। দুর্গাপুর পুরসভার পাঁচ বছরের মেয়াদ এবং পরের দু’বছর, মোট ৭ বছরে কী কী কাজ করেছেন তা প্রাক্তন কাউন্সিলরদের কাছে জানতে চান তিনি। লোকসভা নির্বাচনে নিজের নিজের এলাকায় কত ভোটে লিড দিতে পারবেন সেই উত্তরও চান।
তিনি বলেন, ভোটার লিস্ট সবার বালিশের নিচেই থাকে। কেউ স্ক্রুটিনি নিয়েও ভাবেন না। শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব নিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্বদের সতর্ক করেন তিনি। ধীরে চলার বার্তা দেন শ্রমিক সংগঠনকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “লোকসভা নির্বাচনে বিপুলভোটে কীর্তি আজাদকে জয়ী করার জন্যই এই সভা। আমরা সবাই এক হয়ে লড়ছি। কোন দ্বন্দ্ব নেই। রাজনীতিতে কার জয় হবে বোঝা মুশকিল। কিন্তু মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। সেই উৎসাহ আর উন্মাদনা দেখেই বোঝা যাচ্ছে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।”
ভাইয়ের বাড়িতে আয়কর হানা রাজনৈতিক চক্রান্ত, দুর্গাপুর থেকে বিরোধীদের আক্রমণ করে বলেন অরূপ বিশ্বাস। বুধবার থেকেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে টানা আয়কর হানা চলছে। আয়কর দফতর সূত্রে খবর, কর ফাঁকি দেওয়ার কারণে চলছে এই তদন্ত। এ বিষয়ে বৃহস্পতিবার দুর্গাপুর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাইয়ের বাড়িতে আয়কর হানা চলছে। বিরোধীরা যখন বলছে, কর ফাঁকি দেওয়া হয়েছে তখন ওরাই বলতে পারবে কি কারণে এই তল্লাশি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।