
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ মার্চ ২০২৪: শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিধানভবনে বিধায়ক, জেলা এবং পঞ্চায়েত নেতৃত্বদের সঙ্গে নিয়ে অধিকার যাত্রার কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রমুখ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগ তুলে কীর্তি আজাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কাঠের উনুনে মাটির হাড়ি বারবার বসালে ভেঙে যায়। কেন্দ্রীয় সরকার ইডি ও সিবিআইকে একইভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। লোকসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত।’’ মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, বাড়িতে বাড়িতে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির কথা তুলে ধরবেন। রাজ্যজুড়ে চলবে এই অধিকার যাত্রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।