দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ জুলাই ২০২৪: সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ডাঃ উদয়ন চৌধুরী সহ অন্যান্য চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সাস্থ্য পরীক্ষা করেন। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও তাদের পরিবারের সদস্যদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মূলত প্রেসার, সুগার, ব্লাড টেস্ট, ইসিজি প্রভৃতি করানো হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।