দুর্গাপুর: নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল সব কেন্দ্রেই রাজ্যের শাসক দল তৃণমূলের জয় জয়কার। গত ১৩ নভেম্বর এই ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। শনিবার ফল ঘোষণা হয়। ছটি কেন্দ্রে উপনির্বাচনের তৃণমূলের জয়ে রাজ্য জুড়ে উল্লাস শুরু করেছেন দলের কর্মী সমর্থকেরা। দুর্গাপুরের তৃণমূলের জেলা কার্যালয়েও সবুজ মিষ্টি ও সবুজ আবির খেলে বিজয় উল্লাস চলে। তৃণমূলনেত্রী মুনমুন সরকার বলেন, “বিরোধীরা যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক, বাংলায় কোনদিনই তারা আসতে পারবে না। ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্যও আমরা তৈরি।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।