September 29, 2023

স্ত্রীর সঙ্গে অশান্তির জের, দেড় বছরের ছেলেকে জলে ডুবিয়ে খুন করল বাবা!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জুন ২০২৩: স্ত্রীর সঙ্গে অশান্তির পর মাত্র দেড় বছরের ছেলেকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করল বাবা। এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দকুমার (NandaKumar) এর ভগবৎ পালের বিরুদ্ধে। অভিযুক্তের শাস্তি দাবি করেছেন শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে স্থানীয়রা।

ভগবৎ পেশায় একটি জুটমিলের শ্রমিক। দশম শ্রেণিতে পাঠরতা মঞ্জুশ্রী বেরার সঙ্গে তার প্রেম করে বিয়ে হয়।  কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। মাঝে ছেলে দেবরাজ জন্মায়। তবে যত দিন যায় তত বাড়তে থাকে অশান্তি। এরপর একদিন ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায় মঞ্জুশ্রী।

মঞ্জুশ্রীর বাপের বাড়িতে গিয়েও ভগবৎ অশান্তি করতে থাকে বলে অভিযোগ। থানায় জানানো হয়। কাজ না হওয়ায় আদালতে মামলা করেন মঞ্জুশ্রীর বাবা। মঙ্গলবার ফের শ্বশুরবাড়িতে চড়াও হয় ভগবৎ। স্ত্রীর সঙ্গে চরম অশান্তির পর আচমকা ছেলেকে তুলে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ভগবৎ এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মঞ্জুশ্রী।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: