বালিঘাটে তোলাবাজি! গ্রেফতার বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ১ জুন ২০২৩: কোতুলপুরের বিজেপির বিধায়ক হরকালি প্রতিহারের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত বিকাশ ঘড়ুইকে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। অভিযোগ, অস্ত্র নিয়ে তিনি বালি খাদানে গুন্ডামি, তোলাবাজি ও ভাঙচুর করেছেন। অভিযুক্তকে বৃহস্পতিবার বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও বিধায়ক হরকালি প্রতিহারের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত বিকাশ।
তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বালি খাদানে বিকাশ ঘড়ুই অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। বিধায়কের নাম করে ইন্দাসের একটি বালি খাদানে টাকা তুলতে গিয়েছিল। খাদান মালিক টাকা দিতে অস্বীকার করলে তাকে হুমকি দেয় ও সেখানে থাকা জিসিবি সহ বেশ কিছু যন্ত্রপাতি সে ভাঙচুর করেছে। বিজেপির দাবি তাদের দলের কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ তৃণমূলকে সহযোগিতা করছে বলে দাবি করেন বিজেপির বিষ্ণুপুর সংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা।