দুর্গাপুর: বিদ্যুৎ দফতরের ডিস্ট্রিবিউশন পয়েন্টের স্টিলের দরজা চুরির ঘটনায় হাতেনাতে ধরা পরল এক টোটো চালক। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ তাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, টোটো চালকের নাম মিলন রায়। বাড়ি দুর্গাপুর থানার কুড়ুরিয়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার সিটি সেন্টারের উর্বশী এলাকায়।
জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে থেকেই দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন প্রান্তে ইলেকট্রিকের প্যানেল সহ বক্স চুরি হচ্ছিল। তদন্ত শুরু করে বিদ্যুৎ দফতর। বৃহস্পতিবার দুপুরে টোটোচালক উর্বশী এলাকায় ইলেকট্রিক বক্সের সামগ্রী চুরি করে টোটোতে চাপিয়ে পালাতে যায়। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ টোটো সহ টোটো চালককে গ্রেফতার করে। উদ্ধার করে চোরাই ইলেকট্রিক বক্সের দরজা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিদ্যুৎ দফতরের কর্মী তাপস বাগদী বলেন, “ইলেকট্রিক বক্স প্যানেল সমেত চুরি করে নিয়ে পালাচ্ছিলেন টোটো চালক। বিভিন্ন প্রান্তে একই ঘটনা ঘটছিল। সকাল থেকেই টোটোটিকে আমরা খুঁজছিলাম। দুপুরে উর্বশী এলাকায় দেখামাত্রই ধরে ফেলি। পুলিশের হাতে তুলে দিই টোটো চালককে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।