দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে সিটি সেন্টারের একটি শপিং মলে বেসরকারি পর্যটন সংস্থার উদ্যোগে পর্যটন মেলার আয়োজন করা হয়েছে। সরকারি ও বেসরকারি মোট ১৮টি স্টল করা হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধন করেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়।
পর্যটনের প্রসারে ওই বেসরকারি সংস্থা গত চার বছর ধরে দুর্গাপুরে পর্যটন মেলার আয়োজন করছে। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,”দুর্গাপুরে বহু ভ্রমণ পিপাসু মানুষ দেশ বিদেশে ঘুরতে যায়। তাঁরা এই পর্যটন মেলা থেকে নতুন পর্যটন কেন্দ্রের খোঁজ পাবেন। এই শপিং মলেও বহু মানুষ প্রতিদিন আসেন। তাঁরাও জানতে পারবেন।” সংস্থার ডিরেক্টর সুব্রত ভৌমিক জানান, মেলায় ভাল সাড়া পাচ্ছেন। দুর্গাপুরের মানুষকে পৃথিবীর নানা প্রান্তের পর্যটন সম্পর্কে খোঁজ দেওয়া সম্ভব হয় এই মেলার মাধ্যমে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।