
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ ফেব্রুয়ারি ২০২৪: হঠাৎ ঝাঁটা, বেলচা, কোদাল হাতে ট্রাফিক পুলিশ শহরের রাস্তায় নেমে পড়েছে দেখে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। আসলে গান্ধী মোড় থেকে ডিএসপি টাউনশিপ যাওয়ার রাস্তায় কয়েকটি রোটারি রয়েছে। সেই রোটারিগুলির পাশে জমেছে বালি। বাইকের চাকা পিছলে ঘটছে দুর্ঘটনা। তাই ট্রাফিক পুলিশ নিজেরাই বালি সাফ করার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েকের নেতৃত্বে ট্রাফিক আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ারা কোদাল, বেলচা, ঝাঁটা নিয়ে রোটারির সামনে চলে আসেন। শুরু হয় বালি সরানোর কাজ। ঝাঁট দিয়ে রাস্তায় জমে থাকা বালি বেলচা, কোদালে করে রাস্তার পাশে ফেলতে দেখা যায়।
দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক বলেন, তাঁরা প্রতিনিয়ত সাধারণ মানুষকে ট্রাফিক সম্পর্কে সচেতন করেন। দুর্ঘটনা রুখতে বালি পরিষ্কার করেন এদিন। সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে রাস্তা সাফাই করেন তাঁরা। বাইক চালক আশীষ কুমার শ্যাম বলেন, “ট্রাফিক আধিকারিকদের এই ধরণের উদ্যোগ আগে দেখিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।