রাজ্য সড়কের ধারে বসে কী করছেন পুলিশ আধিকারিক?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) কাঁকসায় ট্রাফিক পুলিশের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। রাজ্য সড়কের ধারে প্রায় ৫০টি গাছ লাগালেন কাঁকসা ট্রাফিক পুলিশের আধিকারিক ও পুলিশ কর্মীরা।
উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ট্রাফিক) তুহিন চৌধুরী, কাঁকসা ট্রাফিক ওসি অমরনাথ দাস। মানুষকে পথ নিরাপত্তা দেওয়া যেমন কাজ তেমনই বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করাও কর্তব্য, এমনই বক্তব্য ট্রাফিক পুলিশের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।