
সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: জাতীয় সড়কের সার্ভিস রোডে বাস ধরার জন্য দৌড়াচ্ছেন এক মহিলা। পাশ দিয়ে দূরন্ত গতিতে ছুটছে ট্রাক। দুর্ঘটনা ঘটা তখন শুধু সময়ের অপেক্ষা। পিছন থেকে শুনলেন কারওর ‘মা গো থামো’ বলে কাতর চিৎকার। থেমে গেলেন মহিলা। কয়েক সেকেন্ডের মধ্যেই পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল পণ্যবাহী ট্রাক। কার্যত নতুন করে প্রাণ পেলেন মহিলা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মেনগেট এলাকার ঘটনা।
শনিবার দুুপুরে এক ডিএসপি কর্মী স্ত্রীকে বাইকে করে মেন গেটে পৌঁছে দেন। সিটি সেন্টার যাওয়ার বাস ধরার জন্য দৌড়াচ্ছিলেন মহিলা। তখনই মেন গেটের পাশের একটি রাস্তা হয়ে প্রচন্ড গতিতে ছুটে আসছিল একটি পণ্যবাহী ট্রাক। নজরে আসতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী সন্তু দাস ‘মাগো দাঁড়াও’ বলে চিৎকার করে ওঠেন। সেই ডাক শুনে সেখানেই দাঁড়িয়ে যান ওই মহিলা।
তখনই দেখেন, চোখেন নিমেষে তাঁর পাশ দিয়ে চলে গেল সেই ট্রাকটি। কয়েক ফুট এগোলেই মৃত্যু নিশ্চিত ছিল মহিলার। তিনি বুঝতে পারেন, দুর্গাপুর ট্রাফিক বিভাগের কর্মী সন্তু না থাকলে এদিন ভয়াবহ ঘটনা ঘটে যেত। কার্যত নতুন প্রাণ পেয়ে স্থানীয় একটি দোকানে গিয়ে সময় দেখার যন্ত্র (ঘড়ি) কিনে উপহার দেন কর্তব্যরত ট্রাফিক কর্মীকে। ধন্যবাদ জানান ট্রাফিক বিভাগকেও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।