You are currently viewing আগামী ৮ মাস ধরে যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে, বিকল্প রুট জেনে নিন

আগামী ৮ মাস ধরে যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে, বিকল্প রুট জেনে নিন

সেতুর বিভিন্ন অংশের মেরামতি চলবে। ফলে ভারী গাড়ি চলাচল বন্ধ করা হচ্ছে। বিকল্প রুট নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা পুলিশ।

————————————-

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ নভেম্বর ২০২৩: আগামী ৮ মাস ধরে যান নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge)। সেতুর বিভিন্ন অংশের মেরামতি চলবে। ফলে ভারী গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে ১ নভেম্বর থেকে। বিকল্প রুট নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা পুলিশ। সেই রুট দিয়েই চলাচল করতে হবে। তাই আগে থেকে না জানলে বিপদ!

জানা গিয়েছে, ভারী গাড়ি যেগুলি ডিএল খান রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে হাসপাতাল রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, এসপ্ল্যানেড রো ইস্ট, ধর্মতলা ক্রসিং, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা ব্রিজ, বি টি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু হয়ে হাওড়া পৌঁছবে সেই গাড়িগুলি।

এজেসি বোস রোড থেকে এক্সাইড মোড় দিয়ে বিদ্যাসাগর সেতু অভিমুখে যাওয়া ভারী গাড়িগুলিকে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলা মোড়, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা ব্রিজ, বি টি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, কলকাতা বন্দর থেকে বিদ্যাসাগর সেতু গামী গাড়িগুলিতে ক্লাইভ রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কে পি রোড থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর ফলে ফলে শ্যামবাজার, বি টি রোডে গাড়ির চাপ বাড়বে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply