September 29, 2023

Nadia News: ইদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা ৩৪ নম্বর জাতীয় সড়কে

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ২৭ জুন ২০২৩: ইদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ার (Nadia) নিকাশিপাড়া থানার দহকুলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি (Accident)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে। তাঁদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলকাতার বেহালায় ঠিকা শ্রমিকের কাজ করেন তাঁরা। ২৩জন শ্রমিক ইদের ছুটিতে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। দহকুলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। জখম হন ২০জন শ্রমিক। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকজনকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা। শ্রমিক আসাদুল শেখ বলেন, ‘‘আমি সামনে বসে ছিলাম। হঠাৎ দেখি বিকট আওয়াজে গাড়ি উল্টে গেল। পরে জানতে পারলাম, চালক ঘুমিয়ে পড়ায় পাশের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।’’ আরেক শ্রমিক মুরাজ শেখ বলেন, ‘‘আমরা কলকাতার বেহালায় রাজমিস্ত্রির কাজ করি। বাড়ি ফিরছিলাম। আচমকা দেখি, আমাদের গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারল।’’

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: