দুর্গাপুর দর্পণ, ২৮ জুন ২০২৪: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পান্ডবেশ্বরের নবগ্রাম ফুটবল মাঠের সামনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সাইকেলে আচমকা একটি হনুমান ঝাঁপ দিতেই আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সাইকেল আরোহী। সেই সময় দ্রতগতির একটি ডাম্পার তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, পান্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার সংকল্প খনিতে কাজ করতেন খনি কর্মী স্বরলি বাউড়ি (৫২)। কাজ শেষ হলে তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। নবগ্রাম ফুটবল মাঠের সামনে ওই খনি কর্মীর সাইকেলে হঠাৎ একটি হনুমান ঝাঁপ দেয়। ভয় পেয়ে রাস্তার উপরে পড়ে যান তিনি। একটি ডাম্পার ওই খনি কর্মীর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা বলছেন, কপালে মৃত্যু থাকলে এমন হয়। তা না হলে নিজের কোনও দোষ না থাকা সত্বেও কীভাবে একজন এমন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়তে পারে, প্রশ্ন এলাকাবাসীর।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মৃতের বাড়ি পান্ডবেশ্বরের ময়রা কোলিয়ারি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হনুমানটি সাইকেলে ঝাঁপ দিতেই আতঙ্কে ওই ব্যক্তি পড়ে যান। তখনই দূরন্ত বেগে আসা কোলিয়ারির কয়লা বোঝাই একটি ডাম্পার ওই ব্যক্তির শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা। ডাম্পারটিকে এখনও ধরতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ডাম্পার ও ডাম্পারের চালকের খোঁজে তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।