October 3, 2023

সকালে বিরাট সমস্যায় শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল

দুর্গাপুর দর্পণ, বনগাঁ, ২৮ জুলাই ২০২৩: সকালে বিরাট সমস্যা শিয়ালদহ-বনগাঁ (Bangaon) কর্ড লাইনে। ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা। উত্তেজিত জনতা হামলা চালায় ট্রেনের চালককে ওপর। মারধর করা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, শুক্রবার বারাসতে পয়েন্ট সিগন্যালে গোলমাল শুরু হয় ভোর সাড়ে ৫টা থেকে। যার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দিনের দ্বিতীয় ট্রেনটিই আটকে যায় বামনগাছি স্টেশনে। সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় গোটা রুটের পরিষেবাই। চরম ভোগান্তির পড়েন যাত্রীরা। এরপরই উত্তেজিত জনতা চড়াও হয় ট্রেন চালকের ওপর। যদিও রেলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!