September 29, 2023

দুর্গাপুর-রানিগঞ্জ সেকশনে বন্ধ ট্রেন চলাচল, কেন?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুন ২০২৩ : মালগাড়ির দরজা খুলে ধাক্কা মারল রেল লাইনের পাশের বিদ্যুতের খুঁটিতে। এর জেরে সমস্যা দেখা দেয় বিদ্যুতের লাইনে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিপিএলের কোকআভেন প্ল্যান্ট এলাকায়।

সব মিলিয়ে তিনঘন্টার বেশি ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেলের সংশ্লিষ্ট কর্মী-আধিকারিকেরা তড়়িঘড়ি চলে আসেন ঘটনাস্থলে। শুরু হয় মেরামত। শেষ পর্যন্ত ডাউন স্লো লাইন ১১টা ২০ নাগাদ, ডাউন মেন লাইনে ১২টা ১০ নাগাদ এবং আপ মেন লাইনে দুপুর ১টা ২০ নাগাদ চালু হয়।

এই ঘটনার জেরে এদিন অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, বিকানির-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, আসানসোল-বর্ধমান মেমু, বর্ধমান-আসানসোল মেমু ট্রেন গড়ে ১ঘন্টা করে দেরিতে চলেছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: