আসানসোল স্টেশনে ওভারহেড বিদ্যুতের তারে ভবঘুরে উঠে পড়ায় ব্যাহত ট্রেন চলাচল

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ১৭ আগস্ট ২০২৩: আসানসোল স্টেশনে (Asansol station) এক ব্যক্তি ওভারহেড বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ায় ব্যাহত ট্রেন চলাচল। বৃহস্পতিবার বিকাল ৪টা ৫২ নাগাদ ঘটনাটি ঘটে। লোকটিকে খুঁটিতে উঠতে দেখে সঙ্গে সঙ্গে রেল কর্মীরা কন্ট্রোল রুমে খবর দেন। তাঁকে বাঁচাতে বিদ্যুতের লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
এরপর তাকে বেশ কিছুক্ষণের চেষ্টায় নামানো সম্ভব হয়। ৬টা ৩ নাগাদ আবার লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই ঘটনার জেরে ডাউন ব্লাক ডায়মন্ড এক্সপ্রেস, ডাউন হাটিয়া-বর্ধমান মেমু, আপ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, আপ বর্ধমান-আসানসোল মেমু ট্রেন দেরিতে চলছে।