রবিবার সব ট্রেন বাতিল, চরম দুর্ভোগে পড়বেন যাত্রীরা

pix of local train

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৪ ফেব্রুয়ারি ২০২৩: বর্ধমান স্টেশনে (Bardhaman Station) পুরনো উড়ালপুলের মেরামতির কারণে রবিবার সারা দিন বন্ধ থাকবে হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী (Howrah-Bardhaman) সমস্ত ট্রেন। এছাড়া বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখাতেও লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে রবিবার।

রেল সূত্রে জানা গিয়েছে, শুধু রবিবার মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলবে। অন্য দিকে, কর্ড শাখায় ১০ জোড়া ট্রেন চলবে হাওড়া-মসাগ্রাম রুটে। এছাড়া বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতিল হাওড়া-বর্ধমান সব লোকাল ট্রেন। বন্ধ থাকবে ব্যান্ডেল-বর্ধমান লোকালও।

Related Post