You are currently viewing ‘মদ্যপ’ চালকের জন্য ৪০ মিনিট দাঁড়িয়ে থাকল ট্রেন, এল নতুন চালক

‘মদ্যপ’ চালকের জন্য ৪০ মিনিট দাঁড়িয়ে থাকল ট্রেন, এল নতুন চালক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৮ আগস্ট ২০২৩: ‘মদ্যপ’ চালকের জন্য ৪০ মিনিট দাঁড়িয়ে থাকল ট্রেন। এল নতুন চালক। এরপরে শুরু হল ফের যাত্রা। মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট স্টেশনের কাছাকাছি ঘটনাটি ঘটে। হাওড়া-জয়নগর আপ ট্রেনটি রামপুরহাট স্টেশনে ঢোকার আগে মার্শাল ইয়ার্ডে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। ট্রেন থেকে নেমে যাত্রীরা চালকের কাছে যান।

তাঁদের দাবি, চালক অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। নতুন চালক না এলে তাঁরা আর ট্রেনে উঠবেন না বলে জানিয়ে দেন কারণ চালক এই অবস্থায় ট্রেন চালালে দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় ৪০ মিনিট পরে নতুন চালক এসে আপ ট্রেনটিকে নিয়ে রওনা দেন। ওই চালককে রামপুরহাট স্টেশনে নামিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তদন্ত শুরু করেছে রেল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply