দুর্গাপুর দর্পণ, ১৪ জুন ২০২৪: অল্প ঝড়েই পর পর উপড়ে যাচ্ছে গাছ। রাস্তা অবরুদ্ধ হচ্ছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝড়ের পড়ে ঘন্টার পর ঘন্টা বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। এই ছবি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর শিল্প শহরের। কেন এই পরিস্থিতি তার খোঁজ করতে গিয়ে উঠে এসেছে একাধিক কারণ।
বুধবার সন্ধ্যায় ঝড়ের বেগ ছিল অন্যদিনের তুলনায় একটু বেশি। ব্যাস! শিল্পাঞ্চলে একের পর এক গাছ ধরাশায়ী হয়ে পড়ে। ডিএসপি সূত্রে জানা গিয়েছে, ডিএসপি টাউনশিপে ৩২ টি গাছ উপড়ে পড়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম সূত্রে জানা গিয়েছে, ৭৮ টি বড় গাছ উপড়ে পড়েছে বিদ্যুতের লাইনের উপরে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
জানা গিয়েছে, রাস্তার পাশের গাছ সঠিক প্রক্রিয়ায় না ছাঁটার কারণেই এই বিপত্তি ঘটছে বলে মনে করা হচ্ছে। গাছের ডালপালা নিয়ম মতো না ছেঁটে ইচ্ছে মতো যেখানে সেখানে ডাল ছেঁটে ফেলায় মাথা ভারি হয়ে যাচ্ছে। তখন হাল্কা ঝড়েই পড়ে যাচ্ছে গাছ। তাছাড়া কাঠ পাচারকারী বা জায়গা দখলের জন্য গাছের গোড়ার আশেপাশের মাটি খুঁড়ে বিষ প্রয়োগ করা হচ্ছে। ক্রমে দুর্বল হয়ে ঝড়ে পড়ে যাচ্ছে সেই গাছ।
বিদ্যুতের তারের উপর গাছ পড়ায় দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল পড়েছে বিদ্যুৎ বিভ্রাটের কবলে। বন দফতরের পশ্চিম বর্ধমানের এক বনাধিকারিক বলেন, “গাছকে কৌশলে হত্যা করা হচ্ছে। গোড়া খুঁড়ে বা বিষ ঢেলে মেরে ফেলা হচ্ছে। ফলে গাছ দুর্বল হয়ে পড়ছে। ঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে জনজীবন।” রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ডিভিশনাল ম্যানেজার সোহেল হোসেন বলেন, “গাছ ছাঁটা একটি লাগাতার প্রক্রিয়া। অসাধু ব্যক্তিরা গাছের ক্ষতি করছে বলে ঝড়ে গাছ পড়ে শহর বিপর্যস্ত হচ্ছে।”
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাক বর্ষার আগে গাছ ছাঁটতে গিয়ে অতিরিক্ত ছাঁটাইয়ের কারণে বন দফতর সতর্ক করেছিল দুর্গাপুর পুরসভাকে। তারপর থেকে খুব প্রয়োজন ছাড়া গাছ ছাঁটতে চায় না পুরসভা। জানা গিয়েছে, ঝড়ের ২০ ঘন্টা পরেও ডিএসপি টাউনশিপ সহ দুর্গাপুরের বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। ডিএসপির সিটু ইউনিয়নের সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “গাছ কেন উপড়ে পড়ছে? গাছ পরিকল্পিতভাবে ছাঁটা হচ্ছে না কেন? আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। এই অব্যবস্থা নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।