আজ শুরু হল হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ আগস্ট ২০২৩: শনিবার থেকে দুর্গাপুর, আসানসোল হয়ে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Howrah Patna Vande Bharat Express) এর ট্রায়াল রান শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গে আজ একমাত্র আসানসোলে ট্রেনটি থামবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
পূর্ব রেল জানিয়েছে, পাটনা থেকে ট্রেনটি সকাল আটটায় রওনা দিয়েছে। আসানসোলে পৌছাবে দুপুর ১২:১৩ নাগাদ। দুপুর আড়াইটায় ট্রেনটি হাওড়া পৌঁছাবে। অন্যদিকে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে বিকাল ৩:৫৫ নাগাদ। আসানসোল আসবে বিকাল ৫:৫৩ নাগাদ। রাত ১০:৩৫ নাগাদ ট্রেনটি পাটনা পৌঁছাবে রেল সূত্রে জানা গিয়েছে।