আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ মার্চ ২০২১ঃ আদিবাসী সম্প্রদায়ের বাহা উৎসব পালিত হল শনিবার। ডিপিএল মঁড়ে তলা জাহের কমিটির উদ্যোগে আয়োজিত ওই পরবে মেতে ওঠেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ‘বাহা’ সাঁওতালি শব্দ। বাংলায় তার অর্থ ফুল। পরব অর্থাৎ উৎসব। ‘বাহা পরব’ বাংলা অর্থে ‘ফুল নিয়ে পুজো ও উৎসব’। বাহা পরবের জন্য নির্দিষ্ট একটি পুজার স্থান থাকে। একে সাঁওতালেরা ‘জাহের থান’ বলেন।
দেখুন বাহা পরবের ভিডিও
সাঁওতাল সমাজের উৎসবে নাচ-গানের মহড়া থাকবেই। প্রকৃতির সঙ্গে মানুষ মিলেমিশে একাকার হয়ে যায়। বাহা পরবেও তাই। সাঁওতাল তরুণীরা নতুন নতুন ফুল তাঁদের খোঁপায় গেঁথে আনন্দে নাচে-গানে মেতে ওঠেন। বিভিন্ন জেলায় বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ভিন রাজ্য ঝাড়খণ্ড, বিহার, অসম প্রভৃতি জায়গায় আদিবাসী সম্প্রদায় বাহা পরব উদ্যাপন করেন। সাধারণত ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাঝামাঝি বসন্ত ঋতুতে এই পরবটি উদ্যাপিত হয়ে থাকে।