দুর্গাপুর দর্পণ, ২৩ জুন ২০২৪: সিআইএসএফের (CISF) বাসের ধাক্কায় মৃত আদিবাসী যুবক। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের তামলা এলাকায় রবিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। দুর্গাপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিআইএসএফের বাসের ধাক্কায় মৃত্যু হয় পথচারী ওই এলাকারই বাসিন্দা মঙ্গল হেমব্রমের (২০)। রবিবার আনুমানিক রাত নটা নাগাদ তিনি ওই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিলেন। তখনই উল্টো দিক থেকে একটি সিআইএসএফের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে বাসটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয়রা মঙ্গলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই পথ অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা। শুরু হয় ব্যাপক উত্তেজনা। পুলিশ এলে পুলিশের সঙ্গেও বেশ কিছুক্ষণ ধরে চলে বচসা। স্থানীয় বাসিন্দা মহম্মদ সুনীলের অভিযোগ, “প্রচন্ড গতিতে সিআইএসএফের একটি বাস উল্টো দিকের রাস্তায় ঢুকে ধাক্কা মারে মঙ্গলকে। প্রচন্ড রক্তক্ষরণ হয়। তারপরেই গাড়িটি চলে যায়। আমরা মঙ্গলকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠাই। কেন এভাবে ধাক্কা মেরে চলে যাবে সিআইএসএফের গাড়ি, তার প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি। বার বার এই রাস্তার উপর দুর্ঘটনা ঘটছে। ঠিকমতো নজরদারি নেই পুলিশের। যতক্ষণ না পর্যন্ত এর কোনও বিহিত হচ্ছে, ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।