September 29, 2023

রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক আদিবাসীদের, কবে?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ মে ২০২৩: ৮ জুন রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিল (strike across the state) ভারত জাকাত মাঝি পরগনা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal)। মন্ত্রী বীরবাহা হাঁসদার উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। গত শুক্রবার গড় শালবনী এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এলাকা দিয়ে যাচ্ছিল। সেদিন মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদাও ছিলেন সাথে।

অভিযোগ বীরবাহা ও দেবনাথের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। হামলার ঘটনায় স্বতপ্রণোদিত মামলার রজু করে পুলিশ। পাঁচ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধর্মঘটীরা বলছেন, মারধর হামলা গণতন্ত্রে চলতে পারে না। তারই প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: