দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে উস্তাদ রশিদ খাঁ স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল ‘সঙ্গীতম’। ১৬ মার্চ সন্ধ্যায় দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচারের সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিভিন্ন বয়সী ১২ জন শিল্পী।
অনুষ্ঠানে প্রয়াত শিল্পীকে স্মরণ করে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন ‘সঙ্গীতম’ এর কর্ণধার তথা অধ্যক্ষ বিমল মিত্র, রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা চিলড্রেন্স অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা জীবনবিহারী রায়, সঙ্গীতশিল্পী পঙ্কজ শ্রীবাস্তব প্রমুখ। অনুষ্ঠান শুরু হয় সম্মেলক কণ্ঠে ‘মহাবিশ্বে মহাকাশে’ রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সঙ্গীত পরিবেশন করেন বিমল মিত্র, মধুমিতা মিত্র, তুলিকা ভৌমিক, শ্রীলেখা উপাধ্যায়, পঙ্কজ শ্রীবাস্তব, দীনবন্ধু বালিয়াল, বিশ্বায়ন রায় প্রমুখ শিল্পীরা। খেয়াল, ঠুমরী, ভজন, শ্যামাসংগীত সহ বিভিন্ন আঙ্গিকের গান পরিবেশিত হয়। উস্তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিমল মিত্র, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।