দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ জানুয়ারি ২০২৩: সরস্বতী পুজোর মাঝে আর মাত্র দুটো দিন। দীর্ঘ শীতের কনকনে ঠাণ্ডায় ত্বকের যত্ন এবার নিতেই হবে। যতই হোক সরস্বতী পুজো বলে কথা! চট জলদি উজ্জ্বল ত্বক, চুল (Skin and hair shine) পেতে বাড়িতে তৈরী টোটকা (homemade tips) থাকছে এই প্রতিবেদনে। চেষ্টা করে দেখতে পারেন। সবে গেল পিঠে পার্বণ, বাড়িতে চাল গুঁড়ো আছে।
চাল গুঁড়ো, এক চামচ কফি পাউডার, পাকা কলা, ১ চামচ মধু আধ কাপ দুধ ভালো করে চটকে ব্যাটার বানিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে ভালো করে স্ক্রাব করুন। হাতে, পায়ে, গলাতেও এই স্ক্রাবার ব্যবহার করতে পারেন। ২থেকে ৩ মিনিট স্ক্রাব করুন। সুম সুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ভালো করে নারকেল তেল ম্যাসাজ করুন। তারপর সুম সুম গরম জলে স্নান করে নিন। নরম গামছা দিয়ে গা মুছে। গ্লিসারিন লাগাতে হবে। এতে ত্বক নরম হবে। রুক্ষ্ম ভাব দূর হয়ে উজ্জ্বল হবে গায়ের রঙ।
চুলের যত্ন- চুলে হট অয়েল থেরাপি (Hot Oil Treatment for Hair) ভীষণ উপকারি থেরাপি। একটি বড় বাটিতে গরম জল নিতে হবে। ছোট বাটিতে পাঁচ চামচ নারকেল তেল নিয়ে গরম জলে রাখতে হবে। এই ভাবে তেল গরম হলে সেই তেল চুলে ভালো করে ম্যাসাজ করতে হবে। এর ২ ঘন্টা পর শ্যাম্পু করা যেতে পারে। চকচকে চুলের জন্য একটি হেয়ার প্যাক- ডিমের সাদা অংশ, টক দই, মধু, কমলালেবুর রস ৪ চামচ ভালো করে ফেটিয়ে চুলে লাগাতে হবে। আধ ঘন্টা পর মাথা ভালো করে ধুয়ে ফেলুন। তারপর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। এতে চুল ওঠা বন্ধ হবে। চুল ঝলমলেও হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।