দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ এপ্রিল ২০২৪: বিজেপির মন্ডল সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজোড়ার লচিপুরের ঘটনা। অভিযোগ অস্বীকার করে বিজেপির ঘাড়েই দায় ঠেলেছে তৃণমূল।
সোমবার অন্ডালের কাজোড়া এলাকায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং অলুওয়ালিয়ার সমর্থনে জনসভা ছিল বিজেপির। বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি সঞ্জয় চৌধুরীর অভিযোগ, তাঁদের জনসভার আগেই তাঁর দোকানে তৃণমূল নেতা দিলীপ আঁকুড়িয়া সাবান কিনতে যান। সেই সময় দোকানে ছিলেন তাঁর ভাই সংগ্রাম চৌধুরী। সাবান নেই বলতেই অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া শুরু হয় এবং ভাইয়ের গলায় আঁচড়ে দেন ওই তৃণমূল নেতা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
খবর পেয়ে দোকানে পৌঁছান তিনি। অভিযোগ, তখনই রড লাঠি নিয়ে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে হাজির হয় দিলীপ আঁকুড়িয়া। অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওই এলাকা দিয়েই তখন যাচ্ছিলেন। পুলিশকে দেখে তখনকার মত পরিস্থিতি শান্ত হয়। কিন্তু পুলিশ এলাকা ছাড়তেই মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া বলেন, মদের দোকান আছে ওই বিজেপি নেতার। মদের দোকানে মারামারি হবে, এটাই তো স্বাভাবিক। এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে আসানসোল সংগঠনিক জেলা বিজেপির সভাপতি বাপ্পা চ্যাটার্জি বলেন, ভয় দেখিয়ে , মারধর করে বিজেপিকে আটকে রাখা যাবে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।