দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২৪: সন্ধান চাই! নির্বাচনের মুখে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নামে পড়ল নিখোঁজ পোস্টার। সেখানে লেখা, সন্ধান চাই… সন্ধান চাই… সন্ধান চাই… মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আমরা দীর্ঘদিন যাবত খুঁজে পাচ্ছি না। যদি কোন সহৃদয় ব্যক্তি খুঁজে পান অতি অবশ্যই জানাবেন। সৌজন্যে, অন্ডাল গ্রাম বিজেপি।
মঙ্গলবার অন্ডাল গ্রামে পদ্মের ছবি আঁকা দেওয়াল সহ অন্ডাল গ্রামের বিভিন্ন প্রান্তে এই পোস্টার দেখা যেতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। দীর্ঘ টানাপড়েনের পর বিজেপি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করেছে। তারপর থেকেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। এর মধ্যেই শত্রুঘ্ন সিনহার নামে এই নিখোঁজ পোস্টার ঘিরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
পশ্চিম বর্ধমান জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্রীজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে শত্রুঘ্ন সিনহাকে এলাকায় দেখা যাচ্ছে না। তাই তৃণমূলের অন্দরে বাড়ছে দ্বন্দ্ব। তৃণমূলেরই একটি গোষ্ঠী নিখোঁজের পোস্টার দিয়ে বিজেপির নামে দোষ দিচ্ছে। অন্যদিকে, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদিন পান্ডে পাল্টা বলেন, শত্রুঘ্ন সিনহাকে সব সময় তাঁরা কাছে পান। উন্নয়নমূলক কাজ থেকে শংসাপত্র প্রদান, সব কিছুতেই তাঁর সাহায্য মেলে। বিজেপি সারা বছর কোনও কাজ করে না। নির্বাচন এলে অশান্তি ছড়াতে শুরু করে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।