মালদহে পিটিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ জুন ২০২৩: মালদহে (malda) পিটিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে। মৃত তৃণমূল নেতার নাম মুস্তাফা শেখ। তাঁর স্ত্রী সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। শনিবার দুপুরে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির কংগ্রেসের দিকে। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কে দেহ রেখে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার সময় মুস্তাফাকে কয়েকজন তাঁকে ঘিরে প্রথমে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপর কুপিয়ে খুন করা হয় তাঁকে। রাজ্য়ের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, অভিযুক্তরা তৃণমূল ছেড়ে একদিন আগেই কংগ্রেসে যোগ দিয়েছিল। তাদের কড়া শাস্তির দাবি করেন তিনি।