September 28, 2023

পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে গ্রামে গ্রামে প্রচার করছেন কোন তৃণমূল বিধায়ক?

দুর্গাপুর দর্পণ, লাভপুর, ১১ জুন ২০২৩: শনিবার বীরভূমের (Birbhum) লাভপুরে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অথচ, রবিবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিং ওরফে রানা অবাধ মনোনয়নের জন্য গ্রামে গ্রামে গাড়িতে করে ঘুরে হাতে মাইক নিয়ে শান্তির বার্তা প্রচার করলেন। তিনি বলেন, ‘‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সবাই অংশগ্রহণ করুন। তাঁর এই উদ্যোগকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে বিজেপি।

গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে একটি পঞ্চায়েত বাদে সব দখল করেছিল তৃণমূল। অভিযোগ উঠেছিল, বিরোধীদের মনোনয়ন দাখিল করতেই দেওয়া হয়নি। তবে রবিবার অভিজিৎ বলেন, ‘‘বিধায়ক হিসাবে আমার দায়িত্ব এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। তৃণমূলের এক জন কর্মী হিসাবে দলের নির্দেশ মেনে সব রাজনৈতিক দলের কাছে আবেদন করছি, গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবে সবাই অংশগ্রহণ করুন।’’

তিনি আরও বলেন, ‘‘যার যেখানে যেমন সাংগঠনিক ক্ষমতা আছে, প্রার্থী দিন। আমার দলের কর্মী-সমর্থকদের কাছে আবেদন, কোনও বাধা সৃষ্টি করা যাবে না, অশান্তি করা যাবে না। প্রশাসনকেও বলছি, অশান্তির চেষ্টা হলে কঠোর হাতে দমন করতে হবে।’’ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, ‘‘মানুষের চোখে ভাল সাজার জন্যে এ সব করছে। কিন্তু মানুষ এর জবাব ভোটে দেবেন।’’

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: