September 28, 2023

সেই শিবঠাকুর পেলেন ‘পুরস্কার’! তাঁর স্ত্রীকে প্রার্থী করল তৃণমূল

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ১৫ জুন ২০২৩: বীরভূমের (Birbhum) দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মন্ডল পেলেন ‘পুরস্কার’! তাঁর স্ত্রী লিপিকাকে প্রার্থী তৃণমূল প্রার্থী করার পরে বিরোধীরা এমনই কটাক্ষ করছে। অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রার ঠিক আগে তাঁর বিরুদ্ধে শিবঠাকুর বহু বছরের পুরনো একটি খুনের অভিযোগ দায়ের করেছিলেন থানায়।  দুবরাজপুর থানার পুলিশ আসানসোলের সংশোধনাগার থেকে বীরভূমে নিয়ে গিয়েছিল। দিল্লিযাত্রা বিলম্বিত হয় অনুব্রতর।

বৃহস্পতিবার প্রাথমিক স্কুলের শিক্ষিকা লিপিকা তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা।সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষের কটাক্ষ, অনুব্রতর দিল্লি যাত্রা আটকাতে না পারলেও বিলম্বিত করতে পেরেছিলেন শিবঠাকুর। তারই পুরস্কার দেওয়া হল তাঁকে। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী অবশ্য দাবি করেন, শিবঠাকুর ও তাঁর পরিবার বরাবর তৃণমূলের সঙ্গে যুক্ত। তাই তাঁর স্ত্রীকে প্রার্থী করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: