You are currently viewing দিল্লির ঘটনার প্রতিবাদে দুর্গাপুর রেলগেটে তৃণমূলের বিক্ষোভ

দিল্লির ঘটনার প্রতিবাদে দুর্গাপুর রেলগেটে তৃণমূলের বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ অক্টোবর ২০২৩: দিল্লির কৃষিভবনে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ জানাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে মঙ্গলবার রাতে গ্রেফতার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর দুর্গাপুর স্টেশন সংলগ্ন ১১৪ নম্বার পশ্চিম রেলগেটের মধ্যে বসে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা। ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ অন্যান্যরা। এদিন দলের তরফে মিনিট দশেকের জন্য প্রতীকি রেল অবরোধ হয় বলে জানান প্রাক্তন বিধায়ক।

মন্ত্রী গিরিরাজ সিং থাকবেন না সেটা আগেই বলে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির কাছে পশ্চিম বঙ্গের জব কার্ড হোল্ডারদের চিঠি পৌঁছে দেওয়ার কথা ছিল তৃণমূল নেতৃত্বের। মোট ৪০ জন দেখা করতে চেয়েছিলেন। কিন্তু প্রতিমন্ত্রী জানিয়ে দেন ৫ জনের বেশি কারওর সঙ্গে তিনি দেখা করবেন না। কিন্তু তৃণমূল নেতৃত্ব অনড় থাকেন।

প্রতিবাদে অভিষেক কৃষি ভবনের মেঝেতে বসে পড়েন। বাকি তৃণমূলের প্রতিনিধিরাও বসে পড়েন মেঝেয়। রাত ৯টার পর পুলিশের বিশাল বাহিনী ষিভবনে প্রবেশ করে। অবিলম্বে কৃষিভবন খালি করতে বলা হয়। তৃণমূল নেতারা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত রাত ৯টা নাগাদ জোর করে কৃষিভবন থেকে তাঁদের বের করে দেয় দিল্লি পুলিশ। এরপর বাসে চাপিয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ক্যাম্পের বাইরে জড়ো হন তৃণমূলের নেতা-কর্মীরা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কৃষিভবনের সামনেও বিক্ষোভ শুরু হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও শুরু হয় বিক্ষোভ। রাজ্য বিজেপির দফতরের বাইরেও বিক্ষোভ চলে। দু’ঘণ্টা পর পুলিশ তৃণমূল নেতাদের ছেড়ে দেয়। প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- খেলার মাঠ বাঁচাতে মিলনমেলা, অভিনব উদ্যোগ গ্রামবাসীর

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply