দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৬ অক্টোবর ২০২৩: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ ও মন্ত্রীদের দিল্লি পুলিশের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে তৃণমূল। আজ সকাল থেকে কাঁকসার কুলডিহায় মুচিপাড়া শিবপুর রাস্তা অবরোধ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল।দ্রুত ১০০ দিনের কাজের বকেয়া মজুরি এবং আবাস যোজনা টাকা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
