দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে এসবিএসটিসির টিকিট কাউন্টারে ভাঙচুর চালানোর দায়ে বিজেপির পার্টি অফিস বন্ধের দাবিতে তৃণমূল বিক্ষোভ দেখায় দুর্গাপুর বাজারে। ব্যাপক উত্তেজনা ছড়ায়। কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। ৩ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ভীম সেন মন্ডলের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। দ্রুত বিজেপির দলীয় কার্যালয় বন্ধ করার দাবি করেন তিনি।
এদিন বনধের সমর্থনে বিজেপি মিছিল করে দুর্গাপুর বাসস্ট্যান্ডে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের টিকিট কাউন্টার খোলা থাকায় সেখানে বিজেপির কর্মীরা ঢুকে পড়েন। কর্মীরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। এরপর কয়েকজন কাউন্টারের জানালার কাচ ভাঙচুর করে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
যদিও বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কেউ কোন অপরাধে জড়িত থাকলে আইন ব্যবস্থা নেবে। তৃণমূল কেন আমাদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে, আমাদের কর্মীদের উপরে চড়াও হবে? সিপিএম থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে এই নোংরা রাজনীতি চলছে। এর বদলা রাজনৈতিকভাবে নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।