দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ এপ্রিল ২০২৪: স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দেওয়ার অভিযোগ তুলে মাস খানেক আগে আইএনটিটিইউসির বিরুদ্ধেই সোচ্চার হয়েছিলেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে ‘বহিরাগত’ শ্রমিকদের পথ আটকে তৃণমূলের ঝান্ডা নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তেজনা এলাকায় জুড়ে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সগড়ভাঙার বেসরকারি গ্রাফাইট কারখানার ঘটনা।
দুর্গাপুরের কোকওভেন থানার ২৮, ২৯ নং ওয়ার্ডের সগড়ভাঙার তৃণমূল কর্মী সমর্থকরা এদিন সকালে দলীয় পতাকা নিয়ে ওই কারখানার সামনে হাজির হন। পার্শ্ববর্তী মহকুমা এবং ভিন জেলার ঠিকা শ্রমিকদের দেখা মাত্রই পথ আটকে দেন। নিরাপত্তা রক্ষীরা গেট খুলতে গেলে তাদের সঙ্গেও বচসা হয়। বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বহিরাগতরা কাজ করছে আর তৃণমূল কর্মীরা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না। আইএনটিটিইউসি নেতৃত্বকে জানিয়েও ফল হয়নি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বাধ্য হয়ে সকাল থেকে কারখানার গেট আটকে প্রতিবাদে সামিল হয়েছেন। কারখানার গেট পাস নেই এমন শ্রমিকদের তাঁরা ভিতরে ঢুকতে দিচ্ছেন না। গেটে স্বাক্ষর করে যাঁরা ঢোকেন, তাঁরা অধিকাংশ বহিরাগত বলেও অভিযোগ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, যে আন্দোলন বিজেপির করার কথা সেই আন্দোলন তৃণমূলই করছে। বুঝতে পেরেছে নেতারা টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দিচ্ছে আর বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। তাই ঝান্ডা হাতে বিক্ষোভে নেমেছেন তৃণমূল কর্মীরা। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, স্থানীয়দের পাশে রয়েছেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।