নিজের স্ত্রীকে সামলাতে পারেন না, তৃণমূল পদ থেকে সরিয়ে দিল নেতাকে

দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ২২ জুন ২০২৩: নিজের স্ত্রীকে সামলাতে পারেন না। তৃণমূল তাই পদ থেকে সরিয়ে দিল নেতাকে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) মানবাজারে। মানবাজার ১ নম্বর ব্লকের যুব তৃণমূল (TMC) সভাপতি কিশোর মাহাতোকে সাসপেন্ড করা হয়েছে। তিনি গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান। তাঁকে এবার পঞ্চায়েত সমিতির প্রার্থী করা হয়েছিল। টিকিটও কেড়ে নেওয়া হয়েছে।
কী তার অপরাধ? তৃণমূল নেতৃত্ব বলেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election) কেউ গোঁজ হয়ে দাঁড়ালে দল কড়া ব্যবস্থা নেবে। কিন্তু পুরুলিয়া জেলা পরিষদের ২৯ নম্বর আসন থেকে তাঁর স্ত্রী গীতাঞ্জলি মাহাতো মনোনয়ন প্রত্যাহার করেননি। তাঁকে বারে বারে মনোনয়ন প্রত্যাহার করতে বললেও সেই কথা তিনি কানে তোলেননি। তাই তাঁর স্বামীর এই ‘শাস্তি’।